Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/knRClTKYw5rS9ItrrAH2.jpg)
নিজস্ব সংবাদদাতা: চিংড়িঘাটায় পার্কিং-বিবাদে দুই তরুণীকে মারধর। থান ইট দিয়ে বেধরক মার। গ্রেফতারির পরেও জামিন অভিযুক্ত তৃণমূল কর্মী টিঙ্কু মণ্ডলের। ধৃত টিঙ্কু মণ্ডলকে জামিন দিল বিধাননগর মহকুমা আদালত। শিয়ালদার এক হোটেলে পবন পাসওয়ান নামে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত টিঙ্কু। বুধবার রাতে হোটেলে হানা দিয়ে টিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার ধারার মামলা রুজু হয়। নিম্ন আদালতের রায়কে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার ভাবনা অভিযোগকারিণীর।
/anm-bengali/media/post_banners/8Aj77Impz3MFWJ6ore11.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us