ফের লাইনচ্যুত হল ট্রেনের চাকা! শিলিগুড়ি-নিউ জলপাইগুড়িতে তীব্র আতঙ্ক

আবারও দেশে ঘটে রেল দুর্ঘটনা। জানা গিয়েছে, আজ বুধবার শিলিগুড়ি-নিউ জলপাইগড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হল ট্রেন।

author-image
SWETA MITRA
New Update
train accident.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আপনিও কি নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে সাবধান হয়ে যান। কারণ এবার শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি (Siliguri-New Jalpaiguri) স্টেশনের মাঝে ঘটে গেল রেল দুর্ঘটনা। জানা গিয়েছে, আজ বুধবার শিলিগুড়ি-নিউজলপাইগুড়িস্টেশনেরকাছেআজ১১টা১০মিনিটেএকটিমালবাহীট্রেনেরদুটিচাকালাইনচ্যুত (Train Derail)হয়।এই বিষয়ে উত্তর-পূর্বসীমান্তরেলওয়ের (এনএফআর) সিপিআরওসব্যসাচীদেজানিয়েছেন, দুপুর২টো১৭মিনিটেসংস্কারকাজশেষহয়েছে।