সবংয়ে ফের মুখোমুখি দুই ভ্যানের সংঘর্ষ

সবংয়ে মুখোমুখি দুই ভ্যানের সংঘর্ষে আহত ৪, রাজ্য সড়কে দীর্ঘক্ষণ থমকে যান চলাচল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-12-02 at 21.07.43

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ব্যস্ত কাঁটাখালি–সবং রাজ্য সড়কে আবারও পথ দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধ্যার ব্যস্ত সময়ে রুইনার বাজার সংলগ্ন এলাকায় দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন চারজন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাখালির দিক থেকে মালবোঝাই করে আসা একটি পিকআপ ভ্যান সবংয়ের দিকে যাচ্ছিল। অভিযোগ, সেইসময় রুইনার বাজার এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতি গাড়িতে সজোরে ধাক্কা মারেন পিকআপ ভ্যানের চালক। মুহূর্তের মধ্যে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে–মুচড়ে ভেঙে পড়ে।

ধাক্কার প্রবল শব্দে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চারজনেরই নানা ধরনের আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে কাটাখালি–সবং রাজ্য সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। লম্বা যানজট তৈরি হয়। অফিস ফেরা যাত্রী, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ি দু’টি রাস্তার ধারে সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর স্বাভাবিক হয় যান চলাচল।

এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পরে ভারী গাড়ির গতিবেগ থাকে বেশি, ফলে দুর্ঘটনার আশঙ্কা সর্বদাই থাকে। তাদের দাবি, দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিয়মিত টহল বাড়ানো হোক। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গতি নিয়ন্ত্রণ হারানো এবং অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালকদের বয়ান নেওয়া হবে এবং প্রয়োজনে যানবাহনের প্রযুক্তিগত পরীক্ষা করা হবে বলেও পুলিশ সূত্রে খবর।