New Update
/anm-bengali/media/media_files/csh30XHd9q6GUmoqmJj2.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃএকুশে জুলাইয়ের সভায় যাওয়ার অপরাধে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর। লোহার রড ও লাঠি দিয়ে চলল অকথ্য নির্যাতন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগের তির বিজেপি ও সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের সরুপোল এলাকা থেকে এদিন তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক ধর্মতলায় একুশে জুলাইয়ের সভায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে সরুপোল বাজার এলাকায় আসতেই তৃণমূল কর্মী স্বপন মণ্ডল (৫০) ও হারান মণ্ডলকে (৫২) ঘিরে ধরে একদল দুষ্কৃতী। চলে অকথ্য নির্যাতন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us