/anm-bengali/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-08-04-2025-08-04-13-24-53.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে মাইকিং ব্যবস্থা। এর রোগীর পরিবারের সদস্যরা যারা পড়াশোনা জানেন না তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বেশ কয়েক মাস ধরেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মাইকিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি ডিপার্টমেন্টে লাগানো হয়েছে স্পিকার। এমার্জেন্সি, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, গাইনো, চাইল্ড, আউটডো ও হাসপাতালের বাইরে লাগানো হয়েছে মাইক। কোন ডাক্তার কোথায় আউটডোর করছেন, রোগীর সঙ্গে সাক্ষাতের সময় কখন, রোগীর পরিবারের লোকজনকে এমার্জেন্সি দরকার হলে সবই মাইকিং এর মাধ্যমে করা যাবে। পাশাপাশি এলাকায় জল জমতে না দেওয়া, এলাকায় কোনো কিছু অঘটন ঘটলে তৎক্ষণাৎ কি করা উচিত সেইসহ একাধিক সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মাইকিং- এর মাধ্যমে।
ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার স্বরূপ পাত্র বলেন, "মূলত যারা পড়াশোনা জানেন না, তাদের ক্ষেত্রে এই মাইকিং সিস্টেম অনেকটাই উপকারে লাগবে। কখন আউটডোর হচ্ছে, কখন রোগীর পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করবে, কোন ডাক্তার কোথায় বসছেন, সমস্ত কিছু মাইকিং করে জানানো হচ্ছে। এতে তাদের অনেকটাই উপকার হবে"। পাশাপাশি এই উদ্যোগে যথেষ্ট খুশি রোগীর পরিবারের লোকজন। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/whatsapp-image-2025-08-04-2025-08-04-12-56-59.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us