জুডোতে রামনগরের দুই ছাত্রছাত্রীর সোনা জয়, এলাকায় খুশীর আমেজ

রাজ্যস্তরে নাম উজ্জ্বল করল জেলার ছাত্রছাত্রীরা।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, রামনগরঃ জুডোতে রামনগরের দুই ছাত্রছাত্রী সোনা জিতেছে । এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। প্রত্যন্ত এলাকা থেকে জাতির স্তরে সোনা জয়ের কাহিনী এটি। জানা গিয়ছে যে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুরের রামনগর জুডো এসোসিয়েশনের চারজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে রামনগরের জুডো প্রশিক্ষণরত দুইজন ছাত্রছাত্রী। তারা দুজনেই কাঁথি মাউন্ট লিটারি জি স্কুলের পড়ুয়া। 

দ্বাদশ শ্রেণির ছাত্র সুহিত্র দাস ও সপ্তম শ্রেণীর ছাত্রী তৃপ্তি রায় সোনার মেডেল পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। পড়াশোনার পাশাপাশি জুডো প্রশিক্ষণ নিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তারা। তাদের এই সাফল্যে খুশী এলাকার মানুষজন থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকরা।

এক্ষেত্রে উল্লেখ্য যে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। জুডো বিভাগে অসাধারণ সাফল্য পেয়ে স্বভাবতই খুশি সকল ছাত্র-ছাত্রীরা। জাতীয় স্তরের নামিদামি প্রতিযোগীদের সাথে অসাধারণ লড়াই করে পদক ছিনিয়ে এনেছে রামনগরের ছাত্রছাত্রীরা। এই খুশীর খবরে গর্ববোধ করছেন রামনগর জুডো এসোসিয়েশনের প্রশিক্ষকসহ অন্যান্যরা। 

বলা বাহুল্য যে, রামনগর জুডো এসোসিয়েশনের প্রশিক্ষক অজয় নন্দী অক্লান্ত পরিশ্রম করে বছরের পর বছর ধরে ছাত্রছাত্রীদের জুডো শিখিয়ে চলেছেন। রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পাশে গড়ে উঠেছে রামনগর সেন্টার। এই সেন্টার থেকে প্রতি বছর ছাত্র-ছাত্রীরা একের পর এক মেডেল জয় করে জেলা এবং শহরের নাম উজ্জ্বল করছে। 

Adddd