ভারী বৃষ্টিতে ভেঙে পড়লো দোতলা মাটির বাড়ি

অল্পের জন্য প্রানে বাঁচলো পরিবারের সদস্যরা।

author-image
Aniket
New Update
75c1aa9f-b6c5-4a27-89ac-4e287dcc3463

নিজস্ব প্রতিনিধি: একদিনের ভারী বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দোতলা মাটির বাড়ি, অল্পের জন্য প্রানে বাঁচলো পরিবারের সদস্যরা। গতকাল বিকেলের পর হঠাৎ করেই ব্যাপক বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। আর তার ফলেই রবিবার ভোরে ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় দোতালা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। বাড়ি ভাঙবে বুঝতে পেরেই বাড়ির মধ্যে থাকা পরিবারের লোকজন দৌড়ে বেরিয়ে পরে বাড়ি থেকে। পুরো বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিস নষ্ট হয়ে গিয়েছে। পাটনা এলাকার বাসিন্দা সুভাষ অধিকারীর বাড়ি মুহুর্তের মধ্যে ভেঙে গেলো, চিন্তায় পরিবার। প্রশাসনিক সহযোগিতার আবেদন করেছে পরিবার।