New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক ঘটনা ঘটে গেল হুগলীতে। জানা গিয়েছে, আজ শনিবার হুগলীরসিঙ্গুরেসেপটিকট্যাঙ্কেনেমেমৃত্যুহল২জনশ্রমিকের। জানা গিয়েছে,কয়েকমাসআগেইএই সেপটিক ট্যাঙ্কটি তৈরিহয়েছিল।এদিকে বাঁশেরভারাখুলতেগিয়েইএইমৃত্যু বলে খবর।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবরপেয়েদ্রুত ঘটনাস্থলেহাজিরহয়দমকলবাহিনী এবং কিছুক্ষণের প্রয়াসে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। দমকলের অনুমান, বিষাক্ত গ্যাসের কারণে ওই দুই শ্রমিকের এহেন মর্মান্তিক মৃত্যু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us