সেপটিক ট্যাঙ্কে নামাই কাল হল, প্রাণ গেল ২ শ্রমিকের

সেপটিক ট্যাঙ্কে নামাই কাল হল। আজ শনিবার হুগলীর সিঙ্গুরে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল ২ জন শ্রমিকের। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক ঘটনা ঘটে গেল হুগলীতে। জানা গিয়েছে, আজ শনিবার হুগলীরসিঙ্গুরেসেপটিকট্যাঙ্কেনেমেমৃত্যুহলজনশ্রমিকের। জানা গিয়েছে,কয়েকমাসআগেইএই সেপটিক ট্যাঙ্কটি তৈরিহয়েছিল।এদিকে বাঁশেরভারাখুলতেগিয়েইএইমৃত্যু বলে খবর।তড়িঘড়ি খবর  দেওয়া হয় দমকলে।  খবরপেয়েদ্রুত ঘটনাস্থলেহাজিরহয়দমকলবাহিনী এবং কিছুক্ষণের প্রয়াসে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। দমকলের অনুমান, বিষাক্ত গ্যাসের কারণে ওই দুই শ্রমিকের এহেন মর্মান্তিক মৃত্যু হয়েছে।