/anm-bengali/media/media_files/eYQCNKQXa4jOhF7KaupL.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল-পাঁশকুড়া সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। সূত্রে খবর, রবিবার অর্থাৎ আজ রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদহ জানা পাড়া এইচপি পাম্পের কাছে।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
জানা গিয়েছে, ঘটনার পর স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকা দুজনকে উদ্ধার করে দাসপুরের গৌরা এলাকার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য নিয়ে যায়।বর্তমানে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে যাত্রীবাহী বাসটিকে আটক করে এবং বাইকটিকে থানায় নিয়ে যায়। পরিচয় সূত্রে জানা গেছে, আহত বাইক চালকের নাম রাজা দাস, বাড়ি দাসপুর থানার আরখানায়। অপরদিকে বাইকের পেছনে বসে থাকা ব্যক্তির নাম রোহিনি পাত্র।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us