/anm-bengali/media/media_files/2025/08/18/whatsapp-image-2025-08-18-2025-08-18-14-55-32.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বৃন্দাবনপুর গ্রামে জলাশয়ে স্নান করতে গিয়ে প্রাণ হারাল দুই বালক। মৃতদের নাম অমি দাস (১২) ও অংকন মাহাতো (১৩)। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অমি দাস ঝাড়গ্রামের সত্যবানপল্লির বাসিন্দা। অংকন মাহাতোর বাড়ি বিড়িহাঁড়ি গ্রামে হলেও সে থাকত সত্যবানপল্লিতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে তারা একসাথে বৃন্দাবনপুরের এক জলাশয়ে স্নান করতে যায়। হঠাৎই গভীর জলে তলিয়ে যায় দুই কিশোর। পাশের ধানক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। তারা দ্রুত ছুটে এসে জলাশয়ে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়রা অমি ও অংকনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের কথায়, অমি ও অংকন পড়াশোনায় ভালো এবং সবসময় হাসিখুশি ছিল। তাদের অকাল মৃত্যুতে গোটা সত্যবানপল্লি ও আশপাশের গ্রামে শোকস্তব্ধ পরিবেশ। পুলিশের প্রাথমিক অনুমান, সাঁতার না জানার কারণেই দুর্ঘটনা ঘটেছে। জলাশয়ের গভীরতা সম্পর্কে অবগত না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে নদী, খাল, বিল, ডোবা বা জলাশয়ে স্নান না করা, ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে যানবাহন না চালানো এবং বাচ্চাদের একা জলাশয়ের কাছাকাছি যেতে না দেওয়ার জন্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/eMtss9C9MEsXaY3bhIVw.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us