ফের পানিহাটির ২ কাউন্সিলরকে হুমকি

এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের পানিহাটির ২ কাউন্সিলরকে হুমকির অভিযোগ।

author-image
Jaita Chowdhury
New Update
TMC

নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের পানিহাটির ২ কাউন্সিলরকে হুমকির অভিযোগ। পানিহাটি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরকে হুমকি ফোনের অভিযোগ। ‘অনেক নাটক হয়েছে, এবার তৈরি থাকুন’। পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোনে হুমকির অভিযোগ। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে-কেও হুমকির অভিযোগ। খড়দা থানায় অভিযোগ দায়ের।

tmc