/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-15-50-03.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। এবার সেই তাণ্ডবের শিকার হল দুধকুন্ডি অঞ্চলের বারডাঙ্গা শিবাজী হাইস্কুল। মঙ্গলবার গভীর রাতে ১২-১৪টি দাঁতাল হাতির একটি দল খাবারের সন্ধানে স্কুলে ঢুকে পড়ে। তারা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায়। হাতির দল স্কুলের মিড-ডে -মিল প্রকল্পের চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী নষ্ট করে দেয়। একই সঙ্গে স্কুলের বেঞ্চ, টেবিল, দরজা ও জানলাও তছনছ করে ভেঙে দেয়। হঠাৎ এই তাণ্ডবের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
স্থানীয় বাসিন্দারা জানান যে বছরের বেশিরভাগ সময়ই দাঁতাল হাতির উপদ্রব লেগে থাকে। প্রতিনিয়ত হাতির তাণ্ডবে নাজেহাল হতে হচ্ছে তাদের। শিক্ষক-শিক্ষিকারাও দাবি করেন যে স্কুলে এভাবে বারবার হামলার ফলে শিক্ষা ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষকে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চান। এলাকার মানুষ এখন কেবল তাকিয়ে রয়েছেন, কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-15-34-19.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us