দাঁতাল হাতির তাণ্ডব, বাড়ি তছনছ, ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের

হাতির হানায় দিশেহারা গ্রামবাসীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-25 at 8.38.18 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া গ্ৰামের বাসিন্দারা। খাবারের সন্ধানে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে একের পর এক বাড়ি। কোনোক্রমে প্রাণে রক্ষা পেল পরিবারগুলি।

দাঁতাল হাতির তাণ্ডবে ভাঙল ৯টি মাটির বাড়ি। আনুমানিক ১৫-১৭টি দাঁতাল হাতি বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। রবিবার ভোররাতে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দাঁতাল হাতির দল ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া, আউলগেড়িয়াসহ বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়ায়। বাড়ির সামনে দাঁতালের দলকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। খাবারের সন্ধানে প্রতিনিয়ত দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে। বনদপ্তরকে বারংবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। হাতির হানার জেরে বনদপ্তরের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।

elephant

diguadnew