এক ধাক্কায় ২৫ টাকা! পেঁয়াজের দামে তোলপাড় রাজ্য

উৎসবের মরশুমে পেঁয়াজ এখন সবচেয়ে দামী। আর সেই পেঁয়াজ কিনতেই কিনা লম্বা লাইন! বস্তার পর বস্তা লোড হচ্ছে টোটো কিংবা গাড়িতে!

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা : পেঁয়াজের দামে যেখানে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা সেখানে বাংলারই এক জেলায় পেঁয়াজে অস্বস্তি নেই মানুষের। দাম শুনে চোকে জলও আসছে না। বরং ঘটছে উল্টোটাই। 

বাজারে কোথাও পেঁয়াজ ৬০ টাকা তো কোথাও ৭০ টাকা।কোথাও আবার ৮০ থেকে ৯০ টাকা ধরে বিক্রি হচ্ছে।ফলে দৈনন্দিন প্রয়োজনে পেঁয়াজ কিনতে পারছেন না সাধারণ এবং মধ্যবিত্ত মানুষজন।দু কেজির তুলনায় তারা আড়াইশো গ্রাম কিনে ঘরে ফিরতে বাধ্য হচ্ছে।কিন্তু এই দুর্মূল্যের বাজারেও মাত্র ২৫  টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেল চন্দ্রকোনার ডুকিতে।রীতিমত টোটো গাড়িতে করে পেঁয়াজ লোড করে তাতে কেন্দ্রীয় সরকারের আজাদী কা মহোৎসবের ব্যানার দিয়ে বেশ কয়েকজন যুবক পেঁয়াজ বিক্রি করে।একদম চকচকে লাল পেঁয়াজ মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর তা নিতেই ভিড় জমায় ক্রেতারা।অনেকেই লাইন দিয়ে এই পেঁয়াজ সংগ্রহ করেন।

hiring.jpg