নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সবংয়ে দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মাল বোঝাই লরি। লরির ধাক্কায় প্রাণ হারাল মহিলা। আহত তার স্বামী ও ছেলে।
/anm-bengali/media/media_files/Yzb6avFR3n2ODhnGphsY.jpeg)
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েতের মগলানি চক এলাকায়। মকরামপুর থেকে তেমাথানি আসার পথে রাজ্য সড়কের ধারে একটি ঘরে ধাক্কা মারে লরি। সেই সময় ছেলে ও স্ত্রীকে নিয়ে বাইকে করে যাচ্ছিল এক ব্যক্তি। আর সেই লরির ধাক্কায় প্রাণ গেল ওই ব্যক্তির স্ত্রীর। গুরুতর আহত ওই ব্যক্তি ও তার ছেলে। ঘটনাস্থলে উপস্থিত সবং থানার পুলিশ। আহতদের সবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত মহিলার নাম ইকরানা বিবি।
/anm-bengali/media/media_files/sy5HfaBJkflVYkGG6hUm.jpeg)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)