দোকানে ঢুকে পড়ল লরি! রক্তারক্তি! মৃত ১

সবংয়ে বড় দুর্ঘটনা। দোকানে ঢুকে পড়ল মাল বোঝাই লরি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-05-15 at 1.49.06 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সবংয়ে দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মাল বোঝাই লরি।  লরির ধাক্কায় প্রাণ হারাল মহিলা। আহত তার স্বামী ও ছেলে।

WhatsApp Image 2024-05-15 at 1.49.08 PM

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েতের মগলানি চক এলাকায়। মকরামপুর থেকে তেমাথানি আসার পথে রাজ্য সড়কের ধারে একটি ঘরে ধাক্কা মারে লরি। সেই সময় ছেলে ও স্ত্রীকে নিয়ে বাইকে করে যাচ্ছিল এক ব্যক্তি। আর সেই লরির ধাক্কায় প্রাণ গেল ওই ব্যক্তির স্ত্রীর। গুরুতর আহত ওই ব্যক্তি ও তার ছেলে। ঘটনাস্থলে উপস্থিত সবং থানার পুলিশ। আহতদের সবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত মহিলার নাম ইকরানা বিবি।

WhatsApp Image 2024-05-15 at 1.49.07 PM (1)

Add 1