রেললাইনে পড়ল মালবোঝাই ট্রাক! মৃত্যু চালকের, গুরুতর আহত খালাসি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই ট্রাকটি নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের রিসেপশন ইয়ার্ড পড়ে যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-08 at 1.28.38 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মালবোঝাই করে জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের চালকের। গুরুতর আহত হয়েছে খালাসি। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ৬ নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায়। 

জানা গিয়েছে, একটি ট্রাক রড বোঝাই করে নদীয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খড়পুরের নিমপুরা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর থাকা ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেড তার ছিঁড়ে রেললাইনে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। এদিকে বিকট শব্দ শুনতে পেয়ে রেল প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। তারপর রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে।  পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Accident