New Update
/anm-bengali/media/media_files/2025/05/22/iFr57Hz2bdD8JkVuZeGa.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই ট্রাক। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার দোলদেড়িয়া ও বিশরীর মধ্যবর্তী এলাকা মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কে।
চালক সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাক। ট্রাকটি আলু নিয়ে বাঁকুড়ার আমলাগোড়া থেকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে টাটার দিকে যাচ্ছিল।যদিও এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us