দাঁড়িয়ে থাকা ট্রাক চলতে শুরু করলো আচমকায়, তারপরে....!

ঘটনার পরেই ট্রাকটির চালক পালিয়ে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
651c435f-f7d3-4fbd-832a-f9ad7fd95751

File Picture

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দিরের সামনে, একটা ভাল জায়গায় দাঁড়িয়ে ছিল ইসিএলের এর বালির একটি ট্রাক। যদিও লরিতে বালি বোঝায় ছিল না। হঠাৎ ট্রাকটি চলতে শুরু করে রাস্তার পাশেই থাকা একটা মিনি পেট্রোল পাম্পের ভেতর ঢুকে যায়। ট্রাকের সামনে পড়ে পিষে দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি বাইক। ঘটনাটি ঘটেছে অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দিরের সামনে। যদিও সৌভাগ্যবশত কোন প্রাণহানি হয়নি। তবে ঘটনার পরেই ট্রাকটির চালক পালিয়ে যায়।

a5e265ed-6e0d-41d9-b007-51a41c16eb32

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। একই সাথে পলাতক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।