রামনবমীতে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল

রামের কাটআউট, মনীষীদের ছবি নিয়ে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল।

author-image
Jaita Chowdhury
New Update
Ram navami

. Photograph: (.)

নিজস্ব সংবাদদাতা: রামনবমী (Ramnavami 2025) উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল শুরু হল। মিছিলে রয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের এই মিছিল। 

d