New Update
/anm-bengali/media/media_files/veOjISYWiiB4P6XZsBvK.jpg)
File Picture
দিগ্বিজয় মাহালী: গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেবের নির্বাচনী প্রচার ছিল। বিকেল ৫ টা থেকে রাত্রী ১০ টা পর্যন্ত তিনি গ্রামে গ্রামে হুডখোলা গাড়িতে ঘোরেন।
/anm-bengali/media/media_files/KiIsMMimBkRVQotXycRJ.jpeg)
পথসভাও করেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া ও ব্লক সভাপতি আবু কালাম বক্স।
/anm-bengali/media/media_files/hPDchWN36vhpfg2bSgWj.jpeg)
এদিন রাতে চাঁদকুড়ির পথসভা থেকে বিজেপি, সিপিএম এবং নির্দল থেকে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন দেব।
/anm-bengali/media/media_files/Z9dpiFaNh6IAh7vEuQH3.jpeg)
অপরদিকে তেমাথানিতেও একটি পথসভায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের মধ্যে একজন বিরোধী দলের পঞ্চায়েত সদস্যাও রয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us