/anm-bengali/media/media_files/2025/04/26/DsaJr0CwI8d8RwNUjL71.jpg)
নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাঙ্ক শক্ত করতে এক নতুন কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের পাশে দাঁড়াতে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি আরও বেশি করে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি।
/anm-bengali/media/media_files/2025/04/26/1000194485-703925.jpg)
১ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এই দেড় মাস ধরে রাজ্যের ৩৪৫টি ব্লক এবং ১২৭টি পুরসভা এলাকায় মোট পাঁচটি করে সভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুরনিগম এলাকায় ওয়ার্ডভিত্তিকও একাধিক সভা হবে — উত্তর কলকাতায় ৮টি এবং দক্ষিণ কলকাতায় ১২টি সভা হবে।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সফল 'অঞ্চলে আঁচল' সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় তৃণমূল নেতৃত্বদের বক্তব্য অনুযায়ী, মহিলারা তাঁদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-র মতো প্রকল্পগুলির সুফল ও সরকারি উন্নয়নমূলক কাজের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
/anm-bengali/media/media_files/2025/04/26/1000194490-888122.jpg)
তৃণমূলের ব্লক সভানেত্রী প্রীতিলতা বেরা বলেন, "মায়ের আঁচলের মতোই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে বড় হয়েছি। আজ আমরা গর্ব অনুভব করি, কারণ ছোট্ট কুঁড়েঘর থেকে বেরিয়ে রাজ্যের প্রতিটি কোণে পৌঁছতে পেরেছি।"
দাঁতন ২ ব্লকের সহ-সভাপতি কার্তিক চন্দ্র বেরা জানান, "২০১১ সালের পর থেকে বাংলার মা-বোনেরা দিদির উপর ভরসা রেখেছেন। নারীদের সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।"
/anm-bengali/media/media_files/2025/04/26/zRU4q80Q7HfAiBRml0H8.jpg)
এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামণি মাণ্ডি, দাঁতন ২ ব্লক সভাপতি শেখ ইফতেকার আলি, যুব সভাপতি বিপ্লব বেরা, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌ সাউ বেরা, অঞ্চল মহিলা সভানেত্রী সোমা মাইতি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণে এলাকায় নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us