আরও বিপাকে সায়নী ঘোষ, ফের ED!

১১ ঘণ্টা পরেও জট কাটেনি, ফলে ফের একবার তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

author-image
SWETA MITRA
New Update
sayani ghosh ssc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে ফের একবার বিপাকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। জানা গিয়েছে, এসএসসি কেলেঙ্কারি মামলায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED)। আগামী ৫ জুলাই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গেশিক্ষকনিয়োগকেলেঙ্কারিরঘটনায়বৃহস্পতিবারতৃণমূলযুবসভাপতিসায়নীঘোষকে১১ঘণ্টাধরেজিজ্ঞাসাবাদকরেএনফোর্সমেন্টডিরেক্টরেটবা ইডি।ইডি-সমনেরপরসিজিওকমপ্লেক্সেইডি-দফতরেযানসায়নী ঘোষ।তাদেরজন্যইডিঅফিসেখাবারওপাঠানোহয়েছিল।সারাদিনধরেচলাজিজ্ঞাসাবাদেররেকর্ডদিল্লিইডিরসদরদফতরেপাঠানোহয়েছে।

গতকাল শুক্রবার ইডি-জিজ্ঞাসাবাদেরপরঅফিসথেকেবেরিয়েএসে সায়নীঘোষবলেন, "আমিআমারনথিজমাদিয়েছি।আমিতদন্তেইডিকেসহযোগিতাকরছি।আমি১১ঘণ্টাঅফিসেছিলাম।যদিআমাকেআবারডাকাহয়, আমিআবারএখানেআসব। ১০০ বার ডাকলে আমি ১০০ বারই আসবো।“

সায়নী ঘোষ শুক্রবারসকাল১১.১২মিনিটেঅফিসেপৌঁছান।সাংবাদিকদেরসঙ্গেকথাবলতেগিয়েতিনিবলেন, ‘আমিইডিরনোটিশপেয়েছি।আমিপঞ্চায়েত ভোটের প্রচারকার্যেব্যস্তছিলাম, তাইকারোসঙ্গেকথাবলতেপারছিলামনা।মাত্র৪৮ঘন্টারসংক্ষিপ্তনোটিশেআমাকেডাকাহয়েছে।আমিতদন্তেসহযোগিতাকরতেএসেছি।আমিতদন্তেশতভাগসহযোগিতাকরব।‘ এদিনসায়নীকেজিজ্ঞাসাবাদকরেনইডির চারজনকর্মকর্তা।

পশ্চিমবঙ্গেশিক্ষকনিয়োগকেলেঙ্কারি মামলায়তৃণমূলকংগ্রেসেরযুবসভাপতিতথাঅভিনেত্রীসায়নীঘোষকেনোটিশপাঠিয়েছেএনফোর্সমেন্টডিরেক্টরেট (ইডি)সূত্রেরখবর, সায়নীঘোষকেকিছুআর্থিকলেনদেননিয়েজিজ্ঞাসাবাদকরাহয়।তৃণমূলেরবহিষ্কৃতযুবনেতাকুন্তলঘোষেরসঙ্গেআর্থিকলেনদেন নিয়েতাঁকেজিজ্ঞাসাবাদকরাহয়বলেজানাগিয়েছে।কুন্তলেরকিছুসম্পত্তিরতদন্তচলাকালীনসায়নীরনামকেলেঙ্কারিরমামলায়উঠেআসে।

কুন্তলঘোষেরসঙ্গেসায়নীঘোষেরবেশকিছুছবিপ্রকাশ্যেএসেছিল।তিনিকিকুন্তলঘোষকেচেনেন? প্রসঙ্গে উত্তরে সায়নী ঘোষসাংবাদিকদেরবলেন, "আমিকখনইবলবনাযেআমিকুন্তলঘোষকেচিনিনা।আমিএটাওজানিযেতিনিঅনেকচলচ্চিত্রেঅভিনয়করেছেন।

সায়নী ঘোষ সাফাই দেন, "আমরা প্রতিদিন কাজের জন্য অনেক জায়গায় যাই। আমরা অনেক মানুষের সাথে দেখা করি। অনেকেই এসে আমাদের সঙ্গে ছবি তোলেন। সবাইকে চেনা সম্ভব নয়। কিন্তু আমি কুন্তলকে চিনি।“