New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলায় বিজেপির ক্ষেত্রে সর্বদাই বহিরাগত তত্বকে দাঁড় করিয়ে আসছে তৃণমূল। আর সেই তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকাতেই স্থান পেয়েছেন ৩ জন ভিন রাজ্যের প্রার্থী।
/anm-bengali/media/media_files/QXxuvHBWFhT15TCwlDOc.jpg)
বহরমপুর থেকে তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। আসানসোল থেকে প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। দুর্গাপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ (কীর্তি আজাদ)। আর এই বিষয়কেই সামনে রেখে তৃণমূলকে নিশানা করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফে ট্যুইট করে বলা হয়েছে, "বহিরাগতদের স্বাগত জানাচ্ছে তৃণমূল!"
বহিরাগতদের স্বাগত জানাচ্ছে তৃণমূল! pic.twitter.com/2PS194gFig
— BJP West Bengal (@BJP4Bengal) March 11, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us