অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

ভার্চুয়াল সভা থেকে একাধিক নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতির

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণীতে সাঁকরাইল ব্লকের তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ ও মহিলা সভানেত্রী অঞ্জলি দোলাই ভার্চুয়ালি সভায় যোগ দেন।

author-image
Pallabi Sanyal
New Update
subrata bakshi

ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  প্রতিটা মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বুধবার কর্মীদের সঙ্গে ছিল ভার্চুয়াল সভা। এদিন  সুব্রত বক্সি রাজ্যের সমস্ত জেলার সভাপতি, চেয়ারম্যান, ব্লক সভাপতি সহ ব্লকের মহিলা সভাপতিদের নিয়ে ভার্চুয়ালি সভা করেন। সেই সভায় তিনি কর্মীদের কয়েকটি নির্দেশ দিলেন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণীতে সাঁকরাইল ব্লকের তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ ও মহিলা সভানেত্রী অঞ্জলি দোলাই ভার্চুয়ালি সভায় যোগ দেন। কমলকান্ত রাউৎ বলেন, ''একশো দিনের কাজের উপভোক্তাদের প্রাপ্য টাকার দুটো করে কপি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংয়ের কাছে পাঠাতে হবে। প্রতিটা মানুষের কাছে যেতে হবে। দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে। মানুষের পাশে থেকে অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করতে হবে ।'' তিনি বলেন, ''এই নির্দেশ অনুযায়ী কাজ আমরা ১৫ দিনের মধ্যে শেষ করে দেব। মানুষের পাশে থাকব আমরা সব কর্মী।''