তৃণমূলের পোস্টে 'অঘোষিত জরুরি অবস্থা'!

মোদী সরকারের নজরদারি বিরোধীদের ওপর! এবার বিবৃতি তৃণমূলের।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
adsx

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ বিজেপি বিরোধী শিবিরের অনেক নেতা-নেত্রীর ফোনে নজরদারির অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের দাবি, ফোনে হ্যাক-অ্যালার্ট মেসেজও আসছে। এবার তীব্র নিন্দা তৃণমূলের। এক্স হ্যান্ডেলে অঘোষিত জরুরী অবস্থার উল্লেখ শাসক দলের। তৃণমূলের তরফে বলা হয়েছে, ''আমরা বিরোধী নেতাদের ওপর বেআইনি নজরদারির জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। এটি সেই ভারত নয় যাকে আমরা জানি, চিনি। কারণ কেন্দ্রীয় সরকার আইন, সংবিধান এবং বিচার বিভাগকে উপেক্ষা করে বলে মনে হচ্ছে। যেন আমরা একটি অঘোষিত জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি।অতীতেও আমাদের মাননীয় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি (অভিষেক বন্দ্যোপাধ্যায়)এবং তার সহযোগীদের পেগাসাসকে স্নুপিং টুল হিসেবে ব্যবহার করে টার্গেট করা হয়েছিল। তাছাড়া, সুপ্রিম কোর্ট পুরো তদন্ত স্থগিত করেছে যা আশ্চর্যজনক ও দুঃখজনক।''

 

 

hiring 2.jpeg