নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ জায়গা দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সরাইঘাট গ্ৰামের তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বেশ কয়েক বছর ধরে একটি জায়গায় বাড়ি করে বসবাস করছেন শঙ্কর দোলই ও তার পরিবার। অভিযোগ রয়েছে যে, সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরে চাপ দিচ্ছেন ওই এলাকার পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দোলই ও তার স্বামী। জায়গা না ছাড়ায় অবশেষে এর জল গিয়ে পৌঁছায় তমলুক জেলা আদালত পর্যন্ত। কিন্তু এই জায়গাটি কার, এখনও পর্যন্ত রায়দান করেননি তমলুক আদালত।
জানা গিয়েছে যে, তার আগেই সেই জায়গায় বসতবাড়ি থেকে ওই পরিবারকে জোর করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন পঞ্চায়েত সদস্যা মঙ্গলা দোলই ,তার স্বামী ও পরিবারের লোকজন। এরপর সেই জায়গায় শঙ্কর দোলই এর বাড়ি বাঁশ ও টিন দিয়ে পুরো বাড়ি ঘিরে দেন পঞ্চায়েত সদস্যা ও তার বাহিনী। এরপর বাধা দিতে যাওয়ায় শঙ্কর দোলই এর স্ত্রী সুমিত্রা দোলই কে চড়, কিল, ঘুসি মারার অভিযোগ উঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার অনুগামীরদের বিরুদ্ধে। মারধরের সেই ভাইরাল ভিডিও সমাজ মাঝ্যমে ছড়িয়ে পড়ে।