এটিএম কাউন্টারের ভিতর জমকালো জন্মদিন, তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাণ্ডে চাঞ্চল্য!

এটিএম কাউন্টারের ভিতরে জন্মদিন উদযাপন ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কাঠগড়ায় শাসক দল ৷ ঘটনা নিয়ে কী বললেন মন্ত্রী ?

author-image
Jaita Chowdhury
New Update
poiuhgfxc

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের ভিতর কেক কেটে চলছে জন্মদিনের সেলিব্রেশন (State Bank ATM Party)। সাদা ইউনিফর্মে নিরাপত্তারক্ষী, আর তাঁকে ঘিরে কিছু লোক… মুহূর্তের মধ্যেই চারপাশ আলো করে ওঠে মোমবাতির আলো! কিন্তু পরের মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিতর্কের ঝড়। উত্তর ২৪ পরগনার খড়দায় এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে—এটিএমের মতো সংবেদনশীল জায়গায় কীভাবে এমন অনুষ্ঠান করা সম্ভব? পঞ্চায়েত সদস্যরাই বা কেন এমন কাণ্ড ঘটালেন?  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুরের এইচবি টাউন এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএম কাউন্টারে বুধবার রাতে এক চমকপ্রদ ঘটনা ঘটে (Khardaha ATM Incident)। পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী আচমকাই উপস্থিত হন সেখানে। তারপর, নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করতে শুরু করেন। কাটা হয় কেক, চলে উল্লাস! জন্মদিনের পুরো মুহূর্ত ভিডিও করে রাখা হয়, আর সেই ভিডিও নিমেষেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। ব্যাঙ্কের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, এটিএম কাউন্টারের মতো জায়গায় এমন অনুষ্ঠান কীভাবে সম্ভব? যদি কোনও বিপদ ঘটত, তাহলে দায় কে নিত?  

atm

বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় নেতা জয় সাহা (BJP Criticism)। তাঁর অভিযোগ, "তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, এটা একটা প্রাইভেট কোম্পানি! তাই যা খুশি তাই করতে পারেন ওঁরা। এটিএম কাউন্টার সবসময় সুরক্ষিত জায়গা, দায়িত্ববোধ থাকলে কেউ এমন কাজ করতে পারে না।" এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।  

তবে, বিতর্ক বাড়তে থাকায় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও হস্তক্ষেপ করা হয় (TMC Minister Statement)। খড়দার বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনাকে অন‍্যায় বলে স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, "ওই নিরাপত্তারক্ষী সম্ভবত কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন, কিন্তু ২৪ ঘণ্টার কাজ থাকায় ছুটি মঞ্জুর হয়নি। আবেগের বশে দলের ছেলেটি হয়তো ভুল করে ফেলেছে। ওকে ফোনে বুঝিয়ে বলেছি, ও নিজেও ভুল বুঝতে পেরেছে এবং স্বীকার করেছে। এটা সত্যিই হওয়া উচিত ছিল না।"  

তবে এই ঘটনা সামনে আসার পর এটিএম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে (Security Concern)। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।