তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বড় বার্তা দিয়েছেন

কি বললেন কল্যাণ ব্যানার্জি?

author-image
Aniket
New Update
f

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, "আমরা বিজেপির মতো ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। আমরা হনুমান জি, রাম জি-র মতো সকল দেবতাদের পূজা করি। তারা 'আদি' হিন্দুদের ভোট পায়নি, তারা 'ভুয়া' হিন্দুদের ভোট পায়। ভগবান রাম হিংসা পছন্দ করেন না, কিন্তু তারা (বিজেপি) এতে জড়িত, এবং তাই তারা অযোধ্যায় হেরে গেছে।"