New Update
/anm-bengali/media/media_files/2025/04/06/qVHOFYDGKWOGzMWiskfF.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার রামনবমীর মিছিলে অংশ নিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি গেরুয়া বসনে রামনাম করছেন এবং জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন। তিনি এই মিছিল থেকে বিজেপিকে নিশানা করেছেন।
/anm-bengali/media/post_attachments/1a3f0032-d10.png)
তিনি বলেছেন, "রাম কারও পৈতৃক সম্পত্তি বা জমিদারি নয়, আমরা মেকি হিন্দু নই"। এছাড়াও মিছিলে হেঁটেছেন তৃণমূল সাংসদ শতাব্দীও। তিনি বলেছেন, "রঙ কারো নয়, ভগবান করোও নয় সবার"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us