পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল নেতৃত্বের

বাংলাদেশী সন্দেহে হেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল নেতৃত্ব। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
3520df67-6ab5-4099-8a0c-988f3e33f1f5

নিজস্ব প্রতিনিধি: গুজরাটের সুরাত থেকে বাংলাদেশী সন্দেহে হেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে তাদের সঙ্গে দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় কয়েকজন পরিযায়ী শ্রমিক গুজরাটের সুরাতে একটি কোম্পানীর কাজে গেলে বাংলাদেশী সন্দেহে তাদেরকে হেনস্থা করে থানায় নিয়ে যায় গুজরাট পুলিশ।

এই রাজ্যের টোল ফ্রি নাম্বারে ফোন করে ছাড়া পায় তারা। দুদিন আগেই তারা বাড়ি ফিরেছে। স্বস্তিতে পরিবার। আর তারপর সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিন কেলেয়াড়া গ্রামে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতা মানিক খাঁন, এলাকার নেতৃত্ব সেখ তফেজ্জল সহ অনান্যরা। পাশে থাকার আশ্বাস দেন তারা।