সাঁইথিয়ায় খুন তৃণমূল নেতা, ময়নাতদন্ত

সাঁইথিয়ায় খুন হয়েছেন তৃণমূল নেতা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-13 3.41.23 PM

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতরাত্রে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি দুটোর সময় গ্রামেরই একটি রাস্তার মোড়ে তার মতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। অন্যদিকে বর্তমানে জানা যাচ্ছে, বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।