/anm-bengali/media/media_files/2025/06/30/screenshot-2025-06-30-pm-2025-06-30-16-28-09.png)
নিজস্ব প্রতিনিধি, খরিদা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের একেবারে খরিদা এলাকায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হল 'আমরা বামপন্থী সংগঠনে'র নেতা অনিল দাসকে। তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। এরপরে নিজেকে বাঁচাতে গিয়ে রংয়ের দোকানে ঢুকে যান অনিল দাস। সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমন কি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।
/anm-bengali/media/post_attachments/c271905c-23a.png)
গোটা শরীর রঙে ভিজে যায় 'আমরা বামপন্থী সংগঠনে'র নেতা অনিল দাসের। এরপরে স্থানীয়দের মদতে খড়গপুর টাউন থানায় পৌঁছে তিনি লিখিত অভিযোগ জানায় ওই নেত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার। তিনি জানিয়েছেন, বেবি কোলে তাদের দলের লোক তবে বেবি কোলে এখন কি পদে আছে তা তিনি জানেন না। তিনি বলেন, "পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে"। যদিও এই ঘটনার পরে বেবি কোলেকে বারবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। অপরদিকে মারধরের ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে সোস্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us