/anm-bengali/media/media_files/2025/04/27/QGDQybKlS1S2whoVzJLt.jpg)
নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে নিহত কাশ্মীরি পর্যটকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। নয়াগ্রাম ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী মাহাত'র উদ্যোগে শনিবার সন্ধ্যায় নয়াগ্রাম ব্লকের কুলডিহা বাসস্ট্যান্ড চত্বরে এক বিশেষ শোকজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্প্রতি কাশ্মীরে নিহত নিরীহ পর্যটকদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
/anm-bengali/media/media_files/2025/04/26/1000194598-650833.jpg)
অনুষ্ঠানে যুব তৃণমূল কর্মী-সমর্থকরা মোমবাতি প্রজ্বলন করে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাসবিহারী মাহাত বলেন, "নিরীহ পর্যটকদের ওপর এমন নৃশংস আক্রমণ সমগ্র দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।" স্থানীয় বাসিন্দারাও এই অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত সকলেই শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us