New Update
/anm-bengali/media/media_files/7CLJbt4KpLs27PhF8AvL.jpeg)
পশ্চিম মেদিনীপুর: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এবং ঐতিহাসিক মেদিনীপুর শহরের সর্বধর্ম সমন্বয় বজায় রাখতে এবার মেদিনীপুর শহরের আখড়া ও কাফেলা কমিটিগুলিকে অর্থ সাহায্য করলো পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল।
/anm-bengali/media/media_files/ZSNdrsb2wrOV7l74CdMP.jpeg)
সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ও মেদিনীপুর শহর তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বদের উপস্থিতিতে শহরের ৩৭ টি আখড়া ও কাফেলা কমিটির হাতে অর্থ ও কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া সহ সংখ্যালঘু সেলের নেতৃত্ববৃন্দ।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us