/anm-bengali/media/media_files/2025/08/07/b34d8b70-3583-4691-9b49-b897bdbae5e8-2025-08-07-21-52-52.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ কালনা বিধানসভার কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের একের পর এক বঞ্চনা ও প্রতারণার অভিযোগ তুলে ধরতে কালনা ৪ নম্বর মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে বিজেপি একটি কর্মসূচির উদ্যোগ নেয়। সেইমত আগে থেকে কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানের থেকে আজকের দিনটির সময় নেওয়া হয় বিজেপির তরফে।
/anm-bengali/media/post_attachments/5c38de7c-da9.png)
গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফেই আজকের দিনটি নির্দিষ্ট করে দেওয়া হয়। তবে বিজেপির নেতৃত্বরা গ্রাম পঞ্চায়েতে পৌঁছতেই দেখতে পান ভিন্ন দৃশ্য। কুরুচিকর ব্যবহার ক্যামেরাবন্দি তৃণমূলের! অভিযোগ, ডেপুটেশন জমার বিষয়টি জানা সত্ত্বেও আজ অফিসে উপস্থিত ছিলেন না কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বা উপ-প্রধান কেউই।
/anm-bengali/media/post_attachments/44115ae2-9cf.png)
প্রধান বা উপ-প্রধানের বদলে সেখানে উপস্থিত তাদের ঠিক করে দেওয়া প্রতিনিধিরা। তবে তারাও ডেপুটেশনটি অফিসিয়ালি গ্রহন করতে নাকচ জানিয়ে দেন। ফলে বিজেপিকে সাময়িকভাবে তাদের হাতে তুলে দিতে হয় ডেপুটেশনটি।
/anm-bengali/media/post_attachments/069cf78c-2d3.png)
কালনা-৪ নম্বর মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সহ সভানেত্রী মৌসুমী মন্ডল, জেলার প্রাক্তন সভাপতি গোপাল চ্যাটার্জি, কালনা ৪ নম্বর মন্ডলের সহ-সভাপতি সুজয় সরকার ও মন্ডলের কোষাধক্ষ বাপন রাজবংশী সহ বিজেপির নেতা ও কর্মীরা।
/anm-bengali/media/post_attachments/10539d67-98a.png)
এএনএম নিউজকে দেওয়া সাক্ষাতে কালনা ৪ নম্বর মন্ডলের সভাপতি গৌর মন্ডল সরাসরি অভিযোগ তুলে বলেন, "প্রধান/উপ-প্রধান-এর জায়গায় অফিসের কাজকর্ম সামলাচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার"। এছাড়াও জেলা সহ সভানেত্রী মৌসুমী মন্ডল বলেন, "বিজেপির ভয়ে পালিযে গিয়েছে তৃণমূল"। মন্ডলের কালনা ৪ নম্বর মন্ডলের সহ-সভাপতি সুজয় সরকার সোজা তৃণমূলকে নিশানা করে বলেন, "২৬-এ বিজেপি আসলে এভাবেই পালাবে তৃণমূল"। মন্ডলের কোষাধক্ষ বাপন রাজবংশী বলেছেন, "তৃণমূল দূর্নীতির ভারে এতটাই ভারী হয়ে গিয়েছে যে বিজেপির সামনে এসে দাঁড়ানোর সাহস পাচ্ছে না"।জেলার প্রাক্তন সভাপতি গোপাল চ্যাটার্জি বলেন, "প্রয়োজনে ফের এই কর্মসূচি পালন করা হবে"।
/anm-bengali/media/post_attachments/14b29690-a06.png)
/anm-bengali/media/post_attachments/6483bfad-ed1.png)
তৃণমূল মানুষের অভিযোগ না শুনে এভাবে পালিয়ে বেরালে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন গৌর মন্ডল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us