/anm-bengali/media/media_files/OQ0BoxJ39vMgOaCKDNOr.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরেই রক্তস্নাত হয়েছে বিজয়-উৎসব। অভিযোগ, বিজয় উৎসব থেকে ছোড়া বোমার আঘাতে মারা গেছেন ৯ বছর এক শিশু। এবার সেই শিশুর পরিবারের কাছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার একটি ভিডিও সামনে এনে তাকে নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/MkMRVnkZ5QEdPBnvMa8Q.jpeg)
তিনি ট্যুইট করে লিখেছেন, "তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর টাকার চেক দিয়ে মুখ বন্ধ করতে গেছিলেন তামান্নার মায়ের।
শিরদাঁড়া সোজা রেখে সেই চেক প্রত্যাখ্যান করেন নয় বছরের শহীদ তামান্নার বীর মাতা।
তৃণমূল মনে হয় ভুলে গেছে যে সবাই বিক্রি নেই। পশ্চিমবঙ্গের সব মানুষ তৃণমূল নেতাদের মত নয় যারা টাকা পেলে নিজের সন্তানকেও বিক্রি করে দিতে পারে।"
তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর টাকার চেক দিয়ে মুখ বন্ধ করতে গেছিলেন তামান্নার মায়ের।
— Tarunjyoti Tewari (@tjt4002) June 25, 2025
শিরদাঁড়া সোজা রেখে সেই চেক প্রত্যাখ্যান করেন নয় বছরের শহীদ তামান্নার বীর মাতা।
তৃণমূল মনে হয় ভুলে গেছে যে সবাই বিক্রি নেই। পশ্চিমবঙ্গের সব মানুষ তৃণমূল নেতাদের মত নয় যারা টাকা পেলে… pic.twitter.com/KWr5A6Bio4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us