/anm-bengali/media/media_files/AKFpRxblMnY5P6fv4T62.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পান বীরভূমের দুঁদে তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে তিহাড়-মুক্তি ঘটে তাঁর। এরপর রাতেই দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। রাত ২টো বেজে ২০ মিনিটের কলকাতার বিমানে চাপেন তিনি। সাড়ে ৪টের কিছু আগে কলকাতায় অবতরণ করে সেই বিমান।
#WATCH | West Bengal: Trinamool Congress leader Anubrata Mondal reaches Kolkata airport.
— ANI (@ANI) September 24, 2024
He was released on regular bail from Delhi's Tihar jail in a money laundering case related to the West Bengal cattle smuggling scam yesterday. pic.twitter.com/2skVezuigw
জানা গিয়েছে, অনুব্রতর সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও তিহাড় জেলে ছিলেন। সম্প্রতি জামিন পান। তবে এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। মঙ্গলের সকালে বাবা-মেয়ে একইসঙ্গে কলকাতায় পা রাখেন। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে চাপেন। পিছনের সিটে প্রথমে উঠে পড়েন মেয়ে। এরপর কেষ্ট মণ্ডল।
গত দু’বছরে বিচারাধীন বন্দি হিসাবে যতবার অনুব্রতর ছবি সামনে এসেছে, নানা রঙের টি শার্টে দেখা গিয়েছে তাঁকে। এমনকী তিহাড় থেকে বেরোনোর সময়ও গেঞ্জি প্য়ান্টেই দেখা গিয়েছে। তবে আজ অনুব্রত যখন এতদিন পর রাজ্যে পা রাখলেন, পরণে সেই চেনা সাদা পায়জামা পাঞ্জাবী। বিমানবন্দর থেকে বেরিয়ে বীরভূমের উদ্দেশেই রওনা দেয় তাঁদের গাড়ি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us