New Update
/anm-bengali/media/media_files/2024/11/08/wMlHk44nJF6w0lROgivO.jpg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ আজ ছট পুজো। পবিত্র ছট পুজো উপলক্ষ্যে মেদিনীপুর শহরের DAV স্কুল পাশে কংসাবতী নদীর ঘাটে আজ ভোরে ছট পুজোর জন্য ভক্তদের ভিড় লেগেছিল। আজ তাদের সাথে উপস্থিত থেকে সূর্য দেবতাকে পুজো করেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা।
সূত্র মারফত জানা গিয়েছে এদিন তার সঙ্গে ছিলেন খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, কাউন্সিলর মৌ রায়সহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/2b62c152-e47.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আগামী ১৩ নভেম্বর মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। এই আবহে সব রাজনৈতিক দলগুলিই জোরকদমে প্রচার চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us