New Update
/anm-bengali/media/media_files/2025/06/30/screenshot-2025-06-30-1-pm-2025-06-30-13-48-28.png)
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক অবরোধের অভিযোগে এবং সিপিআইএম এর ঘৃন্য রাজনীতি ও চক্রান্তের অভিযোগে এবং সর্বপরি গত ২৫ শে জুন সবং বিডিও অফিসে সিপিআইএম এবং বিজেপির দ্বারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল, রবিবার বিকেলে তারই প্রতিবাদে সবং এর বিভিন্ন অঞ্চলে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূলের তরফে।
/anm-bengali/media/post_attachments/3c36ae82-74e.png)
সবংয়ের ১ নং দেভোগ অঞ্চলের তেমাথানি এলাকাতেও সেই মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত, তৃণমূল নেতা পার্থ প্রতিম মাইতি, সবং ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি বিপুল মাইতি সহ অনান্যরা। এদিন সবং ব্লকের একাধিক অঞ্চলে এই মিছিল হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us