/anm-bengali/media/media_files/2025/08/16/whatsapp-image-2025-08-16-at-118-2025-08-16-13-58-50.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়গপুর সাব ডিভিশন রেফারি এসোসিয়েশন-এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যও বটে। তৃণমূলের খেলা হবে স্লোগানকে সামনে রেখে ২০২১ সালে বিধানসভায় জয়লাভের পর থেকে প্রত্যেক বছর ১৬ ই আগস্ট খেলা হবে দিবস পালন হয়ে আসছে রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে।
/anm-bengali/media/post_attachments/15ae0e8d-75d.png)
সেই মতোই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ফুটবল খেলা। খেলার মাঠে রেফারির ভুল সিদ্ধান্ত হয়েছে, এমনই অভিযোগ তুলে রেফারিকেই তাকে লাথি মারলেন খোদ চেয়ারম্যানের ভাইপো। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছে? তবে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ভাবে বক্তব্য পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us