তৃণমূল- অগ্নিমিত্রা পল- বাংলায় এই মুহূর্তের বড় খবর- ভিডিও

অগ্নিমিত্রা পল ও তৃণমূলকে নিয়ে বড় খবর।

author-image
Aniket
New Update
agnimitra paul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার বাংলায় অপশাসন ইস্যুতে ভিডিও ট্যুইট করে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। তিনি ট্যুইট করে বলেছেন, "মিথ্যাচার, অপপ্রচার আর সংবাদ মাধ্যমকে ব্যবহার করে মানুষকে বোকা বানানোই তৃণমূল সরকারের ২৪ ঘণ্টার কাজ। রাজ্যে একের পর এক ঘটে যাচ্ছে মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা। তৃণমূল সরকার দোষীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা কারণ তাঁদের দাবী রাজ্যপালের কাছে গত পাঁচ বছর ধরে আটকে আছে গণপিটুনি বিল। রাজ্যপাল নিজে বলে যাচ্ছেন যে সমস্ত বিল সই হয়ে গেছে এবং রাজ্য সরকারই ইচ্ছে করে সেই বিল লাগু হতে দিচ্ছেনা। কারণ গণপিটুনি বিল আইন হিসেবে চালু হয়ে গেলে তৃণমূলের দল ফোঁপরা হয়ে যাবে, প্রতিটি জেলায়, প্রতিটি অলি গলিতে তৃণমূলের গুন্ডারা একের পর এক ঢুকবেন জেলে। আর কত মিথ্যাচার করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী?"

তিনি ট্যুইট করে আরও বলেন, "পুলিশের ভূমিকা কী? বালি পাচার, কয়লা পাচারের ট্রাক থেকে ঘুষ নেওয়া, বিরোধীদের প্রতিবাদ সভায় হামলা করা, বিরোধীদের মিথ্যে কেশে ফাঁসানো, খুন, রাহাজানি, ধর্ষণের দোষীদের সুরক্ষা দেওয়া। নারী সুরক্ষা, সাধারণ মানুষের সুরক্ষা করা পুলিশের কাজ তো না। তৃণমূল সরকারের আর্মড বডিগার্ড হিসেবেই ব্যবহার করা হচ্ছে পুলিশকে সেই ২০১১ থেকে"। তার ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .