ডেবরায় সেনা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিরঙ্গা যাত্রা বিজেপির

কোথায় হল এই বিশেষ উদযাপন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-22 at 2.48.40 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ডেবরা বাজার পর্যন্ত বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, বিজেপি নেতা তপন ধাড়াসহ অনান্যরা। ১০০ ফুটের তিরঙ্গা সাজিয়ে এই উদযাপন করা হয়। 

national flag

digad