New Update
/anm-bengali/media/media_files/2024/12/06/SXGUWvYE2NcaaeZYksLl.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ আজ অখণ্ড ভারত SC/ST /OBC মাইনোরেটি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বাবাসাহেব বি আর আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধানাজলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলটি বিধানসভার বরাকর বাসস্ট্যান্ডের সামনে।
/anm-bengali/media/post_attachments/f1f8fed9-499.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই অনুষ্ঠানে এলাকার গরিব দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আরও জানা গিয়েছে যে, এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে সংস্থার সদস্যসহ আরো অনেকে।
/anm-bengali/media/post_attachments/65e24dc1-3ca.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us