বর্ধমানে আদিবাসী ছাত্রী খুন, বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না ছেলের! জানালেন অভিযুক্তের মা

গত ২-৩ বছর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ছেলের। ছেলে নির্দোষ, বললেন বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনে মূল অভিযুক্তের মা।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
covehhr

নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিনআগেইবর্ধমানেরনান্দুরঝাপানতলারএকআদিবাসীছাত্রীখুনহয়। এই ঘটনায় দলবলনিয়েশনিবারজনেরপুলিশেরটিমডেবরাথেকেবর্ধমানেরউদ্দেশ্যেরওনাদিয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায়মূলঅভিযুক্তহিসেবেডেবরারকাঁকড়াএলাকারএকযুবকেরনামজড়িয়েছে।গতসাতদিনধরেডেবরাপাঁশকূড়ায়ডেরাবাঁধেবর্ধমানেরজনপুলিশেরপ্রতিনিধিদল। শুক্রবারপাঁশকুড়াথানাএলাকাথেকেগ্রেফতারকরাহয়সেইযুবককে। এদিনসকালেসেইটিমডেবরাথানায়দেখাকরেবর্ধমানেরউদ্দেশ্যেরওনাহয়।

vcbxvx8

এই ঘটনায় মূল অভিযুক্তেরমা জানিয়েছেন,গতদুইথেকেতিনবছরঅভিযুক্তের নিজেরবাড়িরসঙ্গেকোনোযোগাযোগইছিলনা। কীভাবেহলএইঘটনাতাওজানেননাসে। তারছেলেনির্দোষওবলেদাবীকরেন তিনি। তবেগ্রামেরলোক জানিয়েছে,বিষয়েতারা কিছুইজানেনা।