/anm-bengali/media/media_files/b9QhY4Lo6gb9498J5TeU.jpg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ একদিকে যখন বৃক্ষরোপণের কাজে ব্যস্ত বনদপ্তরের কর্মীরা, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে একদল গ্রামবাসী কেটে ফেলছে একের পর এক গাছ। খবর পেয়ে অভিযান চালালো বনদপ্তর। বন কর্মীদের দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এই গঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু কাটা গাছ। ঘটনাটি মেদিনীপুর রেঞ্জের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের তালডাঙ্গা এলাকার।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার কিছু মানুষজন কয়েক দিন ধরেই আকাশমনি গাছ কেটে নিচ্ছিল। অভিযোগ পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তাদের দেখে কাটা গাছ ফেলে রেখে জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায় কাঠুয়ারা। সেই গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসেন বনকর্মীরা।
গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী জানিয়েছেন, '' ৬০টি গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। "
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us