New Update
/anm-bengali/media/media_files/2025/06/03/n6RW2IZXJrK3RxSP4ZhG.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে কালবৈশাখী ঝড়ে জেলাশাসকের কার্যালয়ে ভেঙে পড়ল প্রকাণ্ড দুটি গাছ। গাছের তলায় চাপা পড়ল অন্তত দশটি মোটর বাইক। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত গাছ কেটে বাইকগুলিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয় মেদিনীপুরে। খানিকক্ষণের ঝড়েই ভেঙে পড়ে জেলাশাসকের কার্যালয়ে থাকা প্রকাণ্ড দুটি গাছ। শহরের অন্যান্য জায়গাতেও ভেঙে পড়েছে ছোট ছোট গাছের ডাল।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/media_files/2025/05/17/1000205230-115190.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us