পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বাড়ি ভাঙলো, গ্রাম পঞ্চায়েত নীরব

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কালবৈশাখী ঝড়ে বাড়ি ভেঙে গাছ পড়েছে পোলট্রি ফার্মে, তবে ৪৮ ঘণ্টায় গ্রাম পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয়নি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : গত দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় তুমুল কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ গ্রাম পঞ্চায়েতের কাজীচক, আমড়াগেড়িয়া সহ একাধিক জায়গায় গাছ পড়ে ভেঙে গেছে বাড়ি, নষ্ট হয়েছে পাকা ধান এবং সরঞ্জাম। অনেকের পোলট্রি ফার্মের ওপরও গাছ পড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে, ৪৮ ঘণ্টা পার হলেও গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষতিগ্রস্তরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

publive-image

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ সামই জানিয়েছেন, "আমাদের পঞ্চায়েত এলাকায় প্রায় ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের কাছে ওই ধরনের মেশিনারি নেই, তাই গাছগুলো কাটতে তাদের বলা হয়েছিল। গতকাল মে দিবসের ছুটি ছিল। আজ আমরা পঞ্চায়েতের বৈঠকে বসে রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেব।"