New Update
/anm-bengali/media/media_files/vcaPt39KEXlNq44VBKpk.jpeg)
নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জের কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা। বাঁকুড়ার ওন্দা স্টেশনে মালগাড়ি ধাক্কা মেরেছে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। আহত মালগাড়ির চালক ও সহ চালক। মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে।
আদ্রা ডিভিশনের ওন্দাতে ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন থেকে আদ্রাগামী প্রায় ১১টি ট্রেন। সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রায় ১১টি ট্রেন বাতিল ডাউন ও আপ লাইনে। এছাড়াও ঘুর পথে চালানো হচ্ছে ২টি ট্রেন। ১২২৮৩ সাঁতরাগাছি পুরুলিয়া খড়গপুর হাতিয়া প্যাসেঞ্জারসহ একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। সকাল সকাল ট্রেন ধরতে আসা যাত্রীরা বিপাকে পড়েছেন এর ফলে। কাজে না যেতে পারার কারণে সমস্যার কথা প্রকাশ করলেন ক্যামেরার সামনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us