New Update
/anm-bengali/media/media_files/een4sMUnzVpcayEKrPPK.jpg)
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সোমবার বিকালে ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ চলে যায় মেচেদা রেলওয়ে স্টেশনে। প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ এল মেচেদা রেলওয়ে স্টেশনে। বিদ্যুৎ আসার পর খড়গপুর-হাওড়া আপ এবং ডাউন ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচলের ঘোষণা হতেই ট্রেন ধরার জন্য ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। বিদ্যুৎ আসার পর হাওড়া-খড়গপুর এবং খড়গপুর-হাওড়া লোকাল ট্রেন এসে পৌঁছেছে মেচেদা রেলওয়ে স্টেশনে। সূত্রে খবর, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us