বড় খবর : রাত পেরলোই রেল রোকো! ট্রেন যাত্রীরা এখনই সতর্ক হন

দবি না পূরণ হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল কুড়মি সমাজ। এবার পুজোর মুখেই শুরু হচ্ছে রেল রোকো। ব্যাপক বিঘ্ন ঘটার আশঙ্কা রেল পরিষেবায়। ট্রেন যাত্রীরা এখনই জানুন।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
111111

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : আবারও বড়সড় আন্দোলনের পথে কুড়মি সমাজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে তাদের রেল রোকো কর্মসূচি। বনধ পালিত হবে বাংলার বুকে, তবে কি চলবে না কোনো ট্রেন? দাবি আদায়ে বনধের ডাক দিয়েছেন কুড়মি নেতারা।দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার  ব্যাপক আশঙ্কা।ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে ২৪ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ১৪ জোড়া ট্রেনকে ঘুরপথে অন্য রুট দিয়ে চালানো হবে বলে জানা গিয়েছে।গতবার কুড়মিদের রেল অবরোধে চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেল থেকেই প্রায় ৩৫০ ট্রেন বাতিল করা হয়েছিল। এবারও কুড়মিরা ফের রেল অবরোধের ডাক দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছে রেল কর্তৃপক্ষ।